ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজারে দুই ভাইকে গুলি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১৮ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজার কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে গুলি করেছে দুর্বৃত্তরা। একজনের পায়ে আর অন্যজনের পিঠে গুলি লেগেছে। আহত অবস্থায় তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি বাজারে আসে। তারা বাজারের সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপচারিতা করে তিনজন বের হয়ে যাওয়ার সময় আবুল হোসেন চিৎকার দিয়ে বলে তাকে পিস্তল ঠেকিয়েছে। 

এরপর বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে। একপর্যায়ে সভাপতির ছোট ভাই মাহাবুব-সহ বাজারের লোকজন আটকাতে গেলে দুজনকেই গুলি করে দুর্বৃত্তরা। এ সময় আবুলের পায়ে ২ টি গুলি করে ও তার ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। এরপর ২ রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি