ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মোহালিতে পান্ডিয়া-ঝড়, দিশেহারা অজিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২২

শেষ ওভার করা ক্যামেরন গ্রিনের শেষ তিন বলে পরপর তিন ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। ওই ওভারে মোট ২১ রান ওঠে ভারতের। যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে ভারত।

হার্দিক পান্ডিয়া ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৭ রান করে নট-আউট থাকেন হার্ষাল প্যাটেল।

পান্ডিয়া ছাড়া এদিন ভারতের পক্ষে অর্ধশত রান করেন ওপেনার লোকেশ রাহুলও। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান আসে তার ব্যাট থেকে। রাহুলের ৩৫ বলের এই ঝোড়ো ইনিংসে ছিল তিনটি ছয়ের সঙ্গে চারটি চারের মার।

এছাড়া ২৬ বলে চারটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে ৪৬ রান করে আউট হন চারে নামা সূর্যকুমার যাদব। মূলত এই তিন জনের ব্যাটেই অস্ট্রেলিয়াকে ২০৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। 

কেননা, এদিন অজি বোলারদের সামনে ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মা (১১) ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি (২)। এছাড়া ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি অক্সার প্যাটেল ও দীনেশ কার্তিকও। দুজনের পাঁচটি করে বল খেলে আউট হন ৬ রান করে।

অজি বোলারদের মধ্যে এদিন সফল ছিলেন মাত্র চতুর্থ ম্যাচ খেলতে নামা ন্যাথান এলিস। ২৮ বছরে পা দিতে যাওয়া এই পেসার এদিন অজি বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনোমিক্যাল বোলিং করে ৩০ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। 

এছাড়া জোস হ্যাজলউড ৩৯ রান দিয়ে ২টি এবং ক্যামেরন গ্রিন ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি