ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলবাদকে পরাজিত করে জয় ছিনিয়ে আনতে হবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মৌলবাদী শক্তিকে পরাজিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিজয় ছিনিয়ে আনতে হবে। এজন্য আমাদের শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।  

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতা বিশ্বাস করে না।

জনসভা পরিচালনা করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপেটক পাঠের মাধ্যমে জনসভা শুরু হয়।

এর আগে জনসভা মঞ্চে সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্ববোধক গান বাজানো হয়। জনসভা শুরুর আগে দলের সাংসদ মমতাজ গান পরিবেশন করেন।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি