মৌলভীবাজারে পানিতে নষ্ট হচ্ছে ৬শ টন চাল (ভিডিও)
প্রকাশিত : ১১:৫০, ১৮ জুন ২০১৮
মৌলভীবাজারে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় পানিতে নষ্ট হচ্ছে সরকারী খাদ্য গুদামের প্রায় ৬শ টন চাল। এদিকে শহরে বিরামহীনভাবে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সীমাহীন দুর্ভোগে লাখ লাখ বানবাসী মানুষ। এদিকে কিছুটা কমতির দিকে মনু ও ধলই নদীর পানি।
পানিতে ডুবে আছে মৌলভীবাজার শহর ও আশপাশের গ্রামগুলো। তলিয়ে গেছে সরকারি ৪টি খাদ্য গুদামের চাল। তলিয়ে যাওয়া চাল উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, রেডক্রিসেন্ট, স্কাউট ও বিএনসিসিসহ বিভিন্ন সংগঠন।
পানিতে নিমজ্জিত শহরের মানুষ আশ্রয় নিয়েছে নির্মাণধীন বহুতল ভবন ও বিদ্যালয়গুলোতে। ত্রাণ না পেয়ে মানবেতর দিন কাটছে তাদের।
বন্যার্তদের ত্রাণ সহায়তায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫শতাধিক কর্মী মাঠে নেমেছে।
এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি এবং দুর্গতদের জন্য সরকারী ত্রান সহায়তার খবর জানিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন