মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি
প্রকাশিত : ১১:১৬, ২০ জুন ২০১৮
মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে পাহাড়ি ঢল না হলে শহর থেকেও রাতের মধ্যে পানি নামবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।
মনু নদীর শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। শুরু হয়েছে কাজ। এদিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়ক ও মৌলভীবাজার-সিলেট মহাসড়কের পানি নেমেছে। কিছুটা শুরু হয়েছে যান চলাচল। পানি নামলেও মানুষের দুর্ভোগ কাটেনি। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ অব্যাহত আছে।
আরও পড়ুন