ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মৌসুমীর বক্তব্য ভিত্তিহীন : জায়েদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ৭ নভেম্বর ২০১৭

‘শিল্পীদের স্বার্থরক্ষায় চলচ্চিত্র সমিতি ব্যর্থ’-চিত্রনায়িকা মৌসুমীর এমন বক্তব্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বলেছেন, ‘মৌসুমী আপু সমিতির কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতি থেকে পদত্যাগ করেন। আমরা চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি আসেননি। তিনি আমাদের শ্রদ্ধাভাজন। তবে তিনি এখন যা বলছেন সেটা একেবারেই ভিত্তিহীন। আমরা সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা সবাই জানেন এবং দেখছেনও। সুতরাং এসব অবান্তর কথা বলা যুক্তিযুক্ত নয়।‘

শিল্পীদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যর্থ দাবি করে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে জায়েদ খান এসব কথা বলেন।

উল্লেখ্য, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত জাজ মাল্টিমিডিয়ার একটি অনুষ্ঠানে মৌসুমী শিল্পী সমিতির নেতারা দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। সমিতি সেটি করছে না।’

মৌসুমী আরও বলেন, ‘কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না।’

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি