ম্যাক্রোঁকে বই উপহার দিলেন শেখ হাসিনা
প্রকাশিত : ১৯:২৭, ১১ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ম্যাক্রোঁ। এরপর বৈঠকে মিলিত হন তারা।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষিয় বৈঠক শেষে দুই নেতা প্রেস ব্রিফিং করেন। এ সময় দুটি সমঝোতা স্মারকও সই হয়েছে। ব্রিফিং শেষে ফ্রান্সের প্রেসিডেন্টকে তিনটি বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিফিংয়ের শুরুতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ম্যাক্রোঁর ব্রিফ শেষ হলে দুই নেতা অল্প সময় কথা বলেন। এ সময় ম্যাক্রোঁর হাতে তিনটি বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের নীতি প্রণয়নের স্বার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়েছে ফ্রান্স। দুই দেশের মধ্যকার এ নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়েই আশাবাদী।
অপরদিকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করার আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, আগামী বছরগুলোতে ফ্রান্স বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে। বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যকার সম্পর্ক নতুন দিগন্তের উন্মোচন করবে।
কেআই//
আরও পড়ুন