ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ম্যাগাজিনের কভারজুড়ে হিনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৪ মার্চ ২০১৮

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। টেলিভিশ রিয়ালিটি শো বিগ বস ১১ এর সবচেয়ে আলোচিত প্রতিযোগী। তার সংগ্রাম এবং নিয়মিত নাটকে অভিনয়ের কারণে সর্বদা তিনি সংবাদ হয়ে উঠেন।

এছাড়া নিখুঁত ফ্যাশন অনুধাবন এবং ব্যক্তিগত শৈলী ছাড়াও হিনা বিভিন্ন শোতে প্রচুর কথা বলেন।

একটি শোতে হিনা দারুণ একটি পোশাক পড়ে এসেছিলেন। সেখানে সে একটি ম্যাগাজিনের জন্য একটি হট কভার স্ক্রিন দিয়ে সবাইকে বিস্মিত করেন। হিনা তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশন দিয়েছেন, ‘বিস্মিত…কভার গার্ল @ ফিটলুকম্যাগাজিন মার্চ ইস্যু’।

ছবিটিতে দেখা যায়, অলঙ্কার পরিহিত নীল রঙের পোশাক পড়ে হিনা মধ্যরাতে বিপরীত দিকে ঘুরে দাড়িয়ে পেছনের দিকে যৌন আবদন নিয়ে তাকিয়ে আছেন। সেখানে ফুটে ওঠেছে, গাঢ় কোয়েল চোখ এবং চকচকে ঠোঁটের জন্য তিনি মেক আপ রুমে গিয়েছিলাম। তার চুলে নরম তরঙ্গে স্টাইল ছিল।

সত্যি বলতে, ম্যাগাজিনের ওই কভারে দেখতে তাকে ক্যাটরিনা কাইফের মতোই লাগছে। কারণ তিনি ক্যাটের মতোই পোস নিতে পারেন।

বর্তমানে নতুন কোনো টিভি শোতে চুক্তিবদ্ধ নেই এই অভিনেত্রী। তবে তার হাতে বড় একটি প্রকল্প আছে বলে জানা গেছে।

এই অভিনেত্রী জানান, একটি ওয়েব সিরিজের জন্য তিনি আলোচনায় ছিলেন। কিন্তু বাড়িতে চলে যাওয়ার পর সে ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি