ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘ম্যাচটা খেলতেই জিততে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৮ জানুয়ারি ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ চন্দিকা হাথুরু সিংহের প্রসঙ্গ উঠাটাই স্বাভাবিক। কিন্তু সাবেক এই কোচকে নিয়ে ভাবার কোনো সুযোগই দেখছেন না মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিন মর্তুজা বলেন, “ভাবনায় থাকে, ম্যাচটা খেলতে হবে, জিততে হবে। এর বাইরে কোনো সুযোগই নাই চিন্তা করার। চিন্তা করলে আরও বেশি চাপ আসে। আমার কাছে মনে হয় খেলার দিকেই সবার মনোযোগ থাকে। সেটাই আছে। চাওয়া, আমরা যেন আরও ভালো খেলি। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে খেলি। ওটাই সবাই ভাবছে।”

অধিনায়ক দলকে সব সময় চিন্তা মুক্ত রাখতে চান। কিন্তু  প্রতিপক্ষ শিবিরে হাথুরু সিংহে থাকা মানে চ্যালেঞ্জটাও বেশি। বাংলাদেশ দলের নাড়ি-নক্ষত্র তার জানা। চ্যালেঞ্জটি স্বীকার করছেন অধিনায়ক, তবে আলাদা খুব বেশি পাত্তা দিতে চাইলেন না তিনি।

“চ্যালেঞ্জ আসলে সব জায়গাতেই থাকে। হাথুরুসিংহে যখন এখানে ছিল, তখন তার ওপরে এক রকম চ্যালেঞ্জ ছিল। হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা পুরোটা হেরে আসার পর চ্যালেঞ্জটা আরও বেশি হতো। আরও উপভোগ্য হতো। তিনি থাকেননি, শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ।”

 

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি