ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ম্যাচসেরা ট্রাভিস হেড, টুর্নামেন্ট সেরা কোহলি

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:৪৭, ২০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

অসাধারণ বোলিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের পর হেডের দারুণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার শিরোপা পুনরুদ্ধার। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতেই। নিজ মাঠে বিশ্বকাপ খোয়ালেও আসরজুড়ে দারুণ ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরা হলেন ভারতের বিরাট কোহলি। 

আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজারসহ দেড়শ’ কোটি ভারতীয়দের স্বপ্নের আলো নিভিয়ে হেক্সা জয়ের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার।

বিশ্বকাপ জুড়ে অপরাজিত ভারতের শুরুটা হয়েছিল এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ফাইনালেও নিশ্চিত জয় ধরেই স্টেডিয়ামে যেন বসেছিল নীল জার্সির মেলা। 

তবে ফাইনালে সব বিভাগেই ব্যর্থ ভারত। দুর্দান্ত বোলিংয়ের পর অসাধারণ ফিল্ডিং অস্ট্রেলিয়ার। আড়াইশ’র আগেই প্যাকআপ ভারত।

ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও হেড-লাবুশেনের রেকর্ড জুটিতে বিশ্বকাপ ট্রফির ছক্কা মারলো অস্ট্রেলিয়া। মন্থর উইকেটে ১২০ বলে ১৩৭ রারে ইনিংসে ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।

আসরজুড়েই হেসেছে বিরাট কোহলির ব্যাট। ফাইনালে দল হারলেও কোহলি করেছেন হাফ-সেঞ্চুরি। এক আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করা কোহলির হাতেই উঠলো টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সর্বোচ্চ ২৪টি উইকেট শিকার করেছেন ভারতের মোহাম্মদ সামি। ২৩টি উইকেট পকেটে পুড়েছেন চ্যাম্পিয়ন দলের অ্যাডাম জাম্পা।

যার নামে ফাইনালের ভেন্যু সেই নরেন্দ্র মোদির হাত থেকেই শিরোপা নিয়ে উদযাপনে মাতলেন অস্ট্রেলিয়ানরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি