ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ম্যানইউ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৫ আগস্ট ২০১৮

ম্যানচেস্টার ইউনাইটেডের নির্বাহী সহ-সভাপতি এড ওডয়ার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ক্লাব ছাড়ছেন ক্লাবটির কোচ জোস মরিনহো, এমন গুঞ্জন উঠার একদিনের মধ্যেই তা অস্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, আমার এবং ওডয়ার্ডের মধ্যে কোনো ধরণের ঝামেলা নেই। যা শুনা গেছে, তা নিতান্তই গুজব। ৪ মিনিট ১৯ সেকেন্ডের সংবাদ সম্মেলনে মরিনহো আরও বলেন, এ ধরণের যে রিপোর্ট গণমাধ্যম করেছে, তা আমি দেখিওনি।


সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন মরিনহোকে স্মরণ করিয়ে দেন যে, আপনি ওডওয়ার্ড সম্বন্ধে আগে সম্মানে সঙ্গে সংবাদ মাধ্যমে বলতেন, তবে বর্তমানে তা হচ্ছে না। এরপরই মরিনহো বলেন, নিশ্চই আগেও আমি তার সম্পর্কে যেমন বলতাম, আজও তাই বলছি। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই।

উল্লেখ্য, ব্রিটনের বিপক্ষে ৩-২ গোলে হারের পরই গুঞ্জন শুরু হয় ম্যানইউ ছাড়ছে মরিনহো। মূলত, ওই হারের পরই ম্যানইউকে নিয়ে সমালোচনা শুরু হয়। তলানিতে থাকা দলের বিপক্ষে ওইদিন যেভাবে আত্মসমপর্ণ করেছে ম্যানইউ তা নিয়ে তো গুঞ্জন শুরু হওয়ারই কথা।

সূত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি