ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ম্যানহাটনে চারতলা ভবনে ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৯ এপ্রিল ২০২৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে একটি চারতলা ভবনে ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত হয়েছে বহু মানুষ। 

রয়টার্স জানায়, ভবনটি পেস ইউনিভার্সিটি এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের মাঝামাঝি অবস্থিত। দমকল কর্মীরা পরে রোবোটিক ডিভাইস ব্যবহার করে উদ্ধার কাজ শুরু করে। বহু মানুষ ভবনটিতে আটকে আছে বলে জানানো হয়েছে। অতি উৎসাহিদের ভিড়ে উদ্ধারকাজ চালাতে চরম বেগ পেতে হচ্ছে।  কর্মকর্তারা বলছেন, ভবন মালিকের গাফিলতির জন্য এমনটি হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। ভবনটির পার্কিংয়ে শতাধিক গাড়ি চাপা পড়ে আছে।   

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি