ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

মৎস্য চাষে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ১০ এপ্রিল ২০১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ শ্রীম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন এর মধ্যে মৎস্য চাষের উন্নয়নে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দুপুরে রাজধানীর দিলকুশায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে মৎস্য চাষে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে এই চুক্তি সাক্ষর হয়। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান এবং বাংলাদেশ শ্রীম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স¦াক্ষর করেন। এই চুক্তির ফলে মৎস্য খাতে নতুন দিগন্তের উন্মোচন হবে এবং অর্থনীতি গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি