ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দেয়ায় চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র

প্রকাশিত : ১৭:১৪, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৪, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Sifatময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দেয়ায় মেডিকেল কলেজের ফরেনন্সিক বিভাগের চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে রাজশাহীর আলোচিত সিফাত হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার আহম্মেদ আলী মহানগর মূখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার অভিযোগপত্রে আসামীরা হলেন; নিহতের স্বামী আসিফ, শ্বশুর হোসেন মোহাম্মদ রমজান, শাশুড়ি নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারি চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান জোবাইদুর রহমান। চার আসামির মধ্যে আসিফ কারাগারে এবং তার বাবা-মা জামিনে রয়েছেন। আঘাতজনিত কারণে সিফাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি