ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের আকুয়ায় গান বাজাতে নিষেধ করায় গৃহবধূ খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৩ মে ২০১৭ | আপডেট: ১২:৩৪, ১৩ মে ২০১৭

ময়মনসিংহ সদরের আকুয়ায় বাড়ির ছাদে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় বখাটেদের ছুরিকাঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন।
পুলিশ জানায়, শবে বরাতের রাতে বাড়ির ছাদে গান বাজাতে নিষেধ করায়, স্থানীয় বখাটে আহাদ ও মাহবুবসহ কয়েকজনের সঙ্গে হকার নজরুলের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে আবারো তারা ছাদে উচ্চস্বরে গান বাজায়। এতে বাধা দেয়ায় বখাটেরা নজরুলের ঘরে ঢুকে তার স্ত্রী আনোয়ারা ও মেয়ে খুশিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি