ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে ভাঙ্গনের মুখে পড়েছে ১০ গ্রাম

প্রকাশিত : ১২:৫৪, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫৪, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে ময়মনসিংহ সদরের খাগডহর ইউনিয়নের কিসমতসহ ১০টি গ্রাম। তীব্র ভাঙ্গনে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বাড়িঘরসহ ফসলি জমি। হুমকির মুখে বাড়িঘর, হাট-বাজার, মসজিদ-মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি নানা স্থাপনা। কিসমত গ্রামের হাজেরা বেগম। ব্রহ্মপুত্রের পাড়ে সাড়ে ৫ কাঠা জমির উপর তার বাড়ি। গেল বন্যায় পাড় ভেঙ্গে বসতভিটার অর্ধেক বিলীন হয়ে গেছে। বাকীটাও অবৈধ ড্রেজারের কারণে এবার ভাঙ্গনের কবলে। শুধু হাজেরা নন; অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ব্রহ্মপুত্র পাড় ঘেঁষা কিসমত, তারাগাই, কল্যাণপুরসহ ১০টি গ্রামের বসতভিটা, স্কুল, মাদরাসা, মসজিদ, গোরস্থান, হাট-বাজার এখন হুমকির মুখে। ড্রেজার মালিকরা প্রভাবশালী; তাই ভয়ে মুখ খুলতে সাহস পান না অনেকে। প্রশাসনের কাছে আবেদন করেও কাজ না হওয়ার কথা জানান ভুক্তভোগীরা। অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে ড্রেজার মালিকদের একজন বলছেন, বিক্রির জন্য নয়; বাড়ি করার জন্য ব্যবহার করা হচ্ছে বালু। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি