ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২২শে মার্চ
প্রকাশিত : ০৮:৪৭, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ০৮:৪৭, ১৩ মার্চ ২০১৬
দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। নতুন বিভাগ ময়মনসিংহের ৪ জেলায় প্রথম দফায় ২৯টি ইউনিয়নে নির্বাচন ২২শে মার্চ। প্রার্থীরা প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে প্রচারণার পাশাপাশি ভোটারের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।
উৎসবমুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও নেমেছেন ভোটযুদ্ধে। প্রচারণায় পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরাও।
তবে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেয়ার কথা জানান ভোটাররা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
জমজমাট প্রচারণা চলছে নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলার ৬টি ইউনিয়নেও। নিজ দলের প্রার্থীর পক্ষে নারী কর্মী-সমর্থকরাও ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি।
জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।
হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখেই নির্বাচন সুষ্ঠু করতে কয়েক স্তরের নিরাপত্তার কথা জানান নির্বাচনী কর্মকর্তা।
আরও পড়ুন