ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে ছাত্রলীগ নেতার মৃত্যু, মামলা করেনি পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১১:১২, ১৫ মার্চ ২০১৮

ময়মনসিংহে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আশফাক আল রাফী শাওন মৃত্যুর এক সপ্তাহেও রহস্যের জট খুলেনি। পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়নি মামলা। এদিকে, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে শাওন হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে, বিচার চেয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আর পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

গত ৮ মার্চ বৃহস্পতিবার রাতে আঞ্জুমানে ঈদগাহ মাঠে নামাজে জানাজার সময় শাওনের খুনীদের ধ্বংস কামনা করে বক্তব্য রাখেন তার বাবা। এরপর থেকে হত্যাকাণ্ড বিষয়ে সাংবাদিকদের এড়িয়ে চলছে তার পরিবার।

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলেই শাওন হত্যাকাণ্ড ঘটেছে দাবি করে খুনীদের অবিলম্বে গ্রেফতারসহ বিচার দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।

গত ২৫ ফেব্র“য়ারি রাতে নগরীর গোলপুকুরপাড় এলাকায় সন্ত্রাসীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওনকে গুলি করে পালিয়ে যায়। প্রথমে ময়মনসিংহ মেডিকেল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় আনা হয় শাওনকে। ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৮ মার্চ মারা যান শাওন। ময়না তদন্ত ছাড়াই ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে।

শাওনের মৃত্যুতে জনমনে প্রশ্ন দেখা দেয়ায় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জানান জনপ্রতিনিধি ও মানবাধিকার নেতারা।

রহস্য উদঘাটনে তৎপরতা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।

হত্যা রহস্য উন্মোচন ও খুনীদের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি