ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ময়মনসিংহে ছাত্রাবাসে দুই ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ১১:০২, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১১:০২, ৩১ জুলাই ২০১৬

ময়মনসিংহে এক ছাত্রাবাসে দুই ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এদিকে কুমিল্লা ইপিজেডে চাকরি খুঁজতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে আরেক কিশোরী। শনিবার ময়মনসিংহের শিকদারবাড়ি মোড়ে এভাবেই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, তালেব আলী ম্যাটসের অধ্যক্ষের যোগসাজসে একই প্রতিষ্ঠানের চার ছাত্র প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন চালায়। পরে শিক্ষার্থীদের ছাত্রাবাস থেকে বের করে তালা লাগিয়ে দেয়া হয়। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ। এছাড়া দায়ীদের বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। এদিকে কুমিল্লা ইপিজেডে চাকরি খুঁজতে গিয়ে প্রতারকের খপ্পড়ে পড়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে এক কিশোরী। সে জানায়, অজ্ঞাত একজন নিজেকে ব্রান্ডিক্স নামের একটি কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে পাশবিক নির্যাতন করে পালিয়ে যায়। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রো-বায়োলজি বিভাগে তার পরীক্ষাও করা হয়েছে। বরুড়া উপজেলার জয়াগ গ্রামের এই কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে। দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি