ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৭:২৩, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ময়মনসিংহে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে একজন এবং দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। সোমবার (৪ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, দগ্ধ হয়ে ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। অগ্নিকাণ্ডে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তবে, নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্পের কোনো লোকজনকেই খোঁজে পাওয়া যাচ্ছে না। তাই, কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা সম্ভব হয়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি