ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়ুরাক্ষীর ট্রেলার দেখে বিগ বি’র টুইট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘ময়ুরাক্ষী’ সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। ট্রেলার মুক্তি পাওয়ার পরই পড়েছিল হইচই। অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে কাজ করেছেন দুই প্রজন্মের দুই তারকা। একাধারে রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ট্রেলারটি শুধুমাত্র বাঙালি সিনেমাপ্রেমীদের মন ছুঁয়েছে এমনটাই নয়, ট্রেলার দেখে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। ময়ুরাক্ষী ট্রেলারটি তুলে ধরে, বলিউড শাহেনশাহ টুইট করেছেন। অভিনেতা প্রসেনজিৎ এবং কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে তাঁদের নতুন ছবি ময়ুরাক্ষীর জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ছবিতে রয়েছে বাবা-ছেলের সম্পর্কের রসায়ন। বাবা ও ছেলের সম্পর্ক সব সময় মধুর হয় না, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক বদলাতে থাকে। আর এই ভাবেই চলতে থাকে ময়ুরাক্ষীর গল্প।

সৌমিত্র ও প্রসেনজিৎ ছাড়াও ছবিতে অভিনয় করছেন সুদীপ্তা, গার্গী সহ আরও অনেকেই৷

 

ময়ুরাক্ষী সিনেমার ট্রেলার দেখতে ক্লিক করুন :

 


এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি