ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় রাবিপ্রবিতে বিজয় দিবস পালিত 

রাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৮:১২, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে রাবিপ্রবির অস্থায়ী স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ (ভারপ্রাপ্ত) শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। পরে সম্মিলিত জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আমরা এগিয়ে যাবো দূর্বার গতিতে।

পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ দিয়ে তিনি আরো বলেন” বঙ্গবন্ধু কন্যার জন্যই এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তিনি নিজে বিশ্ববিদ্যালয়ের জায়গা পছন্দ করে দিয়েছেন। তিনি রাবিপ্রবিকে তাঁর প্রাণের বিশ্ববিদ্যালয় বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিশ্বের অন্যান্য পাহাড়ি বিশ্ববিদ্যালয়ের ডিজাইনের মতো করে রাবিপ্রবিকে সাজানো হবে।”

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় বিজ্ঞান অনুষদ বাণিজ্যিক অনুষদের বিরুদ্ধে জয় লাভ করেছে। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও শিক্ষার্থীদের আবাসিক শিক্ষার্থী হলে উন্নত মানের খাবার পরিবেশনের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি