ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে মহান শহিদ দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনর সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ৮.১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলন প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ। 

এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। কালো ব্যাচ ধারণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও করমচারীদের অংশগ্রহণে প্রভাত ফেরীর আয়োজন করা হয়।  

পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর ডিনগণ, শিক্ষকদের বিভিন সংগঠন, বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মকর্তাদের সংগঠন, বাংলাদশ ছাত্রলীগ (হাবিপ্রবি শাখা) এবং বিশ্ববিদ্যালয়র বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরবর্তীতে সকাল ৯.৪০ মিনিটে টিএসসি প্রাঙ্গণে শহীদ মিনার এবং ভাষা আন্দোলনের ওপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা” শীর্ষক স্বহস্তে লিখিত রচনা প্রতিযোগিতা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এরপর সকাল ১১.৩০ মিনিটে সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

সবশেষে, বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহিদ এবং সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি