ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যমজ সন্তানের বাবা হলেন রোনাল্ডো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১ জুলাই ২০১৭

ছবি: যমজ সন্তান কোলে রোনাল্ডো

ছবি: যমজ সন্তান কোলে রোনাল্ডো

রাশিয়ায় কনফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল টিম হেরে যাবার কয়েক ঘণ্টা পরই তিনি তার যমজ সন্তান জন্মের খবর ঘোষণা করেন।

গত কয়েকদিন ধরে পর্তুগালের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ করছিল যে আমেরিকায় একজন সারোগেট মা তার দুই যমজ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু চিলির কাছে পেনাল্টিতে তার জাতীয় দল হেরে যাওয়ার পর তিনি খবরটি স্বীকার করে ঘোষণা দিলেন।

ফেইসবুকে রোনাল্ডো বলেছেন,‘আমার বাচ্চাদের প্রথমবারের মত দেখতে যাছি। আমি দারুণ খুশি। আগেই একটি ছেলে সন্তান রয়েছে রোনাল্ডোর। ছেলের নাম রেখেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুনিয়র। জন্ম ২০১০ সালের জুন মাসে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনাল্ডো তার মেসেজ শুরু করেছেন এই বলে যে সন্তান জন্মের খবর পাওয়ার পরেও তিনি ‘দেহ-মন`’ দিয়ে জাতীয় দলের জন্য খেলেছেন, কিন্তু ‘দুঃখজনক যে আমরা খেলায় আমাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি।’

তার যমজ সন্তান সম্পর্কে খুব একটা কিছু জানা যায়নি। তবে পর্তুগাল থেকে অসমর্থিত খবরে বলা হচ্ছে ৮ই জুন তার যমজ সন্তান জন্মেছে-কনফেডারেশন কাপ শুরু হবার অনেক আগেই। দেশটির একটি টিভি চ্যানেলে বলা হয়েছে যমজ সন্তানেদের একটি ছেলে ও অন্যটি মেয়ে- তাদের নাম এভা আর মাতেও।

অন্যান্য খবরে আরও বলা হয়েছে রোনাল্ডোর মা ডলোরিস অ্যাভেইরো শিশু দুটি জন্মানোর পরই আমেরিকা চলে গেছেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে কনফেডারেশন কাপের আগে রোনাল্ডো তাদের জানিয়েছিলেন যে তিনি আবার বাবা হয়েছেন। কিন্তু তিনি রাশিয়ায় টিমের সঙ্গে খেলতে যেতে চান। ফেডারেশন বলেছে তার এই সিদ্ধান্তকে তারা মনে করে ‘খুবই প্রশংসাযোগ্য এবং উলে­খ করার মতো।’

রোনাল্ডো রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলছেন না এবং আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশন বলছে, ‘তাকে দল থেকে ছাড়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি যাতে তিনি নবজাতকদের কাছে যেতে পারেন।’ গত বৃহস্পতিবার ভোরে তিনি আমেরিকার পথে পাড়ি জমিয়েছে।

পর্তুগালের সংবাদমাধ্যমে এখন জোর গুজব রোনাল্ডোর দীর্ঘদিনের প্রেমিকা মডেল জর্জিনা রডরিগাজও সন্তানসম্ভবা।

রোনাল্ডো সোশাল মিডিয়ায় তার প্রেমিকার পেটের ওপর হাত রেখে দুজনের ঘনিষ্ঠ এই ছবিটি পোস্ট করার পর থেকে এই গুজব ছড়িয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি