ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমজ সন্তান কোলে নিয়ে বিয়ন্সে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:০৮, ১৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

একমাস বয়সী নিজের যমজ সন্তানদের কোলে নিয়ে এই প্রথম ছবি তুলে তা শেয়ার করেছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। ওই পোস্টের সঙ্গে তিনি সন্তানদের নামও উল্লেখ করেছেন। এদের একজনের নাম রাখা হয়েছে স্যার কার্টার অপরটির রুমি।

 

যদিও এর আগে, বিয়ন্সের এই দুই যমজ সন্তানের অনেকগুলো ভুয়া নাম ছড়ানো হয়েছিল অনলাইনে। অনেকেই দাবি করেছিলেন, শিল্পী নিজের এবং স্বামী জে জি’র নামের সঙ্গে মিল রেখেই হয়তোবা সন্তানের নাম রাখবেন।

 

তবে বিয়ন্সের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঘুমন্ত দুই যমজকে কোলে নিয়ে মাতৃত্বের সাহসী দৃষ্টি নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন এই পপস্টার। ইনস্টাগ্রামে পোস্টের একঘণ্টার মধ্যেই অন্তত ১০ লাখেরও বেশি মানুষ এই ছবি দেখেছে এবং অনেকেই শুভকামনা জানিয়েছেন তাদের প্রিয় শিল্পী তার সন্তানদের উদ্দেশ্যে। সূত্র : বিবিসি।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি