ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

যমুনায় নৌকাডুবি: ৬ জনকে চর থেকে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৩:০৬, ৮ আগস্ট ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে ডুবে যাওয়া নৌকার ছয় আরোহীকে যমুনা নদীর একটি চর থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

বৃহস্পতিবার সকালে জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন অলি জানান, বুধবার রাতের ওই নৌকাডুবির ঘটনায় পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে। 

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কাল রাত ১টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। আজ সকালে আবার শুরু করার পর ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে প্রজাপতির চর থেকে ছয়জনকে উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএওফের চাল নিয়ে ওই নৌকায় ফিরছিল লোকজন। নৌকায় অন্তত ২৭ জন যাত্রী ছিলেন।

তিনি বলেন, ঘটনার সময় নদীতে প্রচণ্ড ঢেউ ও  স্রোত ছিল। আকাশও ছিল মেঘলা, প্রবল বাতাস বইছিল। নৌকাডুবির পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ১৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে বুধবার রাত ৮ টার দিকে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান জানান, নিখোঁজরা সবাই চর হলকা হাওড়াবাড়ী এলাকার বাসিন্দা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি