ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে শেখ আরজু মনি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ১৫ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:৩৯, ১৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সহধর্মিনী শেখ আরজু মনি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মবার্ষিকীতে যশোর ঘোপ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক যুবলীগ নেতা দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। 

উক্ত দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।  বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শহীদ শেখ ফজলুল হক মণি ও আরজু মনির দুই সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় দোয়া মাহফিল থেকে। দোয়া পরিচালনা করেন ঘোপ কবরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার হাফেজ শেখ সোলাইমান কবির। 

এসময় উপস্থিত ছিলেন শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকের সদস্য মহিদুল হাসান, জাহিদুর রহমান, শাহিন উর রশিদ, সামিউল হক শাকিল, নাজমুস সাকিব মারুফ, সাদমান সৌমিক দীপ সহ অন্যরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি