যাকে নৌকা মার্কা দেবো তার পক্ষেই কাজ করতে হবে: শেখ হাসিনা
প্রকাশিত : ১৪:০০, ৭ জুলাই ২০১৮
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একাদশ নির্বাচন সহজ হবে না। তাই আওয়ামী লীগের মনোনয়ন যাকেই দেওয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো বিবেদ-দ্বন্দ্ব রাখা যাবে না।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
আগামী নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, কোথাও কোনো অলসতা অনীহা দেখানো চলবে না। মনে রাখতে হবে কোনো স্থানে একটু গুরুত্বহীনতা দেখানে একটি আসন হাতছাড়া হয়ে যাবে। প্রতিটি আসনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে হবে।
সরকারের উন্নয়ন জনগণকে জানানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবন মান উন্নয়নে সরকার যেসব উন্নয়ন কাজ করেছে, যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো মানুষের কাছে পৌছে দিতে হবে। তাদেরকে আগামীতেও আওয়ামী লীগে ভোট দিতে উৎসাহিত করতে হবে।
উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে দলের সভাপতি, সাধারন সম্পাদক ও দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভার দ্বিতীয় দিন আজ। বর্ধিত সভায় তৃণমূল নেতারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
/এআর /
আরও পড়ুন