ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ৮ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৬:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনে লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়।

রোববার বেলা ১১টায় রাজেন্দ্রপুরের এলাকাবাসী লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেল স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবত কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি। এজন্য ট্রেন আটকে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, প্রায় দুই ঘণ্টা জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে মানববন্ধন করে এলাকাবাসী। 

পরে তারা সরে গেলে দুপুর ১টার দিকে ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি