যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি
প্রকাশিত : ১৩:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৬
যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বাসের অপেক্ষায় শুক্রবার রাতভর অপেক্ষা করতে হয়েছে অনেক রুটের যাত্রীদের। তবে, রেল ও লঞ্চ সময়মতো ছাড়লেও সেখানে যাত্রীদের অতিরিক্ত চাপ। তারপরও সব কষ্ট উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে মানুষ।
উত্তরবঙ্গগামী এই যাত্রীরা রাজধানির কল্যানপূর বাস স্টান্ডে এসেছে শুক্রবার সন্ধ্যার পরই। কিন্তু রাত গড়িয়ে ভোরের আলো ফোটতে চললেও দেখা নেই বাসের। কখন বাস আসবে আর কখনই বাড়ি ফিরবেন জানা নেই তাদের।
প্রায় একই চিত্র গাবতলী বাস টার্মিনালেও। বাস কোম্পানিগুলো বলছে, মহাসড়ক ও ফেরিঘাটে আটকে আছে বাস।
তবে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। যাত্রীদের ঠাশাঠাশি হলেও যথা সময়ই ছাড়ছে ট্রেন।
এদিকে, সদরঘাট লঞ্চটার্মিনালেও অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে লঞ্চ গুলো।
আরও পড়ুন