ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১০ নভেম্বর ২০২৩

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।  

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গতকাল বিকেল থেকে  ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। অল্প সময়ের মধ্যে অপর ইউনিটটি চালু হবে।

এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায়  যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি