ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যান চলাচল স্বাভাবিক, মাঠে নেই বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৬ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিএনপি ও সমমনা দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও মাঠে নেই দলটির নেতাকর্মীরা। রাজধানীসহ সারাদেশের যান চলাচল স্বাভাবিক।

ঢাকাসহ সারাদেশে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। সোমবার সকালে অফিসগামী যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর সবক’টি সড়কেই চলছে গণপরিবহন। স্কুল-কলেজ খোলা থাকায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি চাপও। 

এছাড়া রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে, যাত্রীর চাপ কিছুটা কম। 

অপরদিকে, অবরোধের প্রভাব পড়েনি বিভাগীয় শহরগুলোতে। খুলনা, রংপুর, সিরাজগঞ্জ রাজশাহীসহ দেশের অন্যান্য শহরগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, গাজিপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাড়াদেশে বিজিবি ও র‌্যাবের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি