ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তফ্রন্টকে কৌশলে ঐক্যফ্রন্ট থেকে বের করে দেওয়া হয়েছে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩২, ১৬ অক্টোবর ২০১৮

পুরোনো ছবি

পুরোনো ছবি

Ekushey Television Ltd.

বিএনপি-গণফোরাম-নাগরিক ঐক্য ও জাসদ নিয় সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কৌশলে বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টকে বের করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে আজ মঙ্গলবার সকালে রাজধানীর সেতুভবন এলকায় জনসংযোগকালে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির সঙ্গে ড. কামাল. মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রবের ঐক্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই জোটের উদ্দেশ্য সম্পর্কে দেশবাসী জানে। বিএনপি যাদেরকে নিয়ে জোট করেছে জনগণের কাছে তাঁদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাঁরা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। তাই তাঁদের উদ্দেশ্য পূরণ হবে না।

বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নতুন জোটে না যাওয়ার বিষয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বি. চৌধুরীকে কৌশলে ঐক্যফ্রন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে। বি. চৌধুরীকে অপমান করা হয়েছে।

এর আগে গতকাল এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, হাটু ভাঙা দল বিএনপি জোট করেছে কোমর ভাঙা বুড়ো নেতার সঙ্গে। এই জোট টিকবে না। 

এ সময় নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাঁটু ভাঙা বিএনপি ঐক্য করেছে কোমর ভাঙা দলের বুড়ার সঙ্গে: কাদের

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি