ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তেরেসা মে

প্রকাশিত : ১৩:৩৬, ১৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ১৪ জুলাই ২০১৬

যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নতুন সরকারের ৭ মন্ত্রীর নাম ঘোষণা করেছেন তেরেসা মে। তাকে অভিনন্দন জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদসহ ইউরোপিয় নেতারা। এদিকে থেরেসা মের নেতৃত্বে নতুন সরকার ব্রিটিশদের কল্যানে আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দীর্ঘ ৬ বছর পর স্বপরিবারে ১০ নং ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন ডেভিড ক্যামেরন। কারনটা বেক্সিট । এদিকে আনুষ্ঠানিকভাবে বাসভবনে ঢোকার আগে দেশবাসিকে অনেক আশার বানী শুনিয়েছেন ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দা তেরেসা মে। সমাজের সবশ্রেনীর মানুষকে এক কাতারে আনার প্রত্যয় ছিল তার বক্তব্যে। নতুন সরকারের মন্ত্রীসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রেক্সিট নেতা ও  লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। আগের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে করা হয়েছে নতুন সরকারের চ্যান্সেলর।  এছাড়াও ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সৃষ্টি করা হয়েছে ব্রেক্সিট সেক্রেটারির নতুন পদ।  সেদায়িত্ব সামলাবেন ইউরোপিয় ইউনিয়নের কড়া সমালোচক ডেভিড ডেভিস। নতুন মন্ত্রীপরিষদ সদস্যদের মধ্যে ব্রেক্সিটের পক্ষ কিংবা বিপক্ষ উভয় শিবিরের নেতাদের সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন মে। এর আগে বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বুধবার ব্রিটেনের স্থানীয় সময় বিকেল ৫টায় রানির কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী ডেভিড ক্যামেরন। তবে সব ছাপিয়ে এখন দেখার বিষয়, ব্রেক্সিটের পর অনিশ্চয়তার মুখে পড়া ব্রিটিশ অর্থনীতির পালে, লৌহ মানবী মার্গারেট থ্যাচারের এই উত্তরসূরি  হাওয়া লাগাতে পারেন কিনা?
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি