ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যে কমলো ডিজেল-পেট্রোলের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ৩ জুন ২০২৩

যুক্তরাজ্যে এক মাসে লিটারপ্রতি ডিজেলের দাম ১ দশমিক ৫৯ পাউন্ড থেকে ১ দশমিক ৪৭ পাউন্ডে নেমে এসেছে।

দেশটিতে মে মাসে ডিজেলের মূল্য হ্রাসকে রেকর্ড পরিমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পেট্রোলের দামও কমছে। গত মাসে ১ দশমিক ৪৬ পাউন্ড থেকে গড়ে ১ দশমিক ৪৩ পাউন্ডে নেমেছে। 

রয়্যাল অটোমোবাইল ক্লাব জানিয়েছে, ডিজেলের দাম আরও কমার কথা ছিল। ব্যক্তিগত গাড়িতে ডিজেলের ক্ষেত্রে সাড়ে ৬ পাউন্ড কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। 

গত বছর দেশটিতে ডিজেলের লিটার ১ দশমিক ৯৯ পাউন্ডে গিয়ে ঠেকেছিল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি