ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের অনলাইনে ভিসা ফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২০ নভেম্বর ২০২২

যুক্তরাজ্য যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এখন থেকে অনলাইনে ভিসা ফি জমা দিতে হবে। আগামী ২৮ নভেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।

রোববার (২০ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ভিসা ফি অনলাইন বা ক্যাশে জমা দেওয়ার বিধান রয়েছে, যা ২৮ নভেম্বরের পর শুধু অনলাইনে প্রদান করা যাবে।

ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারসন ডিকসন এ বিষয়ে বলেন, ‘২০২২ সালের জুন পর্যন্ত এক বছরে ২৪ হাজার ৪০০টি ভিসা ইস্যু করেছে দূতাবাস, যা তার আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি।’

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি