ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রকে দুষলেন শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ১১ আগস্ট ২০২৪ | আপডেট: ১৪:৪৭, ১১ আগস্ট ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দুষলেন শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্টমার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসাবেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। নয়াদিল্লির অজ্ঞাতবাসে ঘনিষ্ঠজনের সঙ্গে একথা বলেন শেখ হাসিনা।

এর মধ্যদিয়ে পদত্যাগ, দেশত্যাগের পর শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো। 

শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্টমার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসাবেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন, তাঁরা যেন 'মৌলবাদীদের হাতে পরিচালিত' না হন।

ভারতে পৌঁছে হাসিনার সঙ্গে যাঁদের কথা হয়েছে, সেই সূত্রে জানানো হয়েছে, যাতে 'লাশের মিছিল' দেখতে না হয়, তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। ছাত্রদের মৃতদেহের উপর ক্ষমতা হস্তান্তর হোক তা চাননি বঙ্গবন্ধু কন্যা। চাননি দেশের আরও সম্পদ নষ্ট হোক। 

দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। প্রকাশ করেছেন, তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন।

কোটা সংস্কারের প্রশ্নে ছাত্রদের আন্দোলন নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে শেখ হাসিনা জানান, বাংলাদেশের ছাত্রদের  কাউকে তিনি রাজাকার বলেননি। বরং তাঁর মন্তব্যকে বিকৃত করে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে। ‘ছাত্রদের নিষ্পাপ মনোভাবের সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থির করেছে’ বলে অভিযোগ শেখ হাসিনার।

প্রসঙ্গত, বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এই আন্দোলনে প্রায় ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অন্যান্য আরও দেশ শিক্ষার্থীদের মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি