ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের উচিৎ নিজের দিকে তাকানো : এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২২ এপ্রিল ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আটক খ্রিস্টান যাজককে ফিরিয়ে নিতে চায়, তবে দেশটির উচিৎ নিজের পদক্ষেপগুলোর দিকে দৃষ্টি দেওয়া। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে ওই যাজককে তুরস্কে আটকে রাখা হয়েছে।

অ্যান্ডু ব্রুনসন নামে ওই যাজক দুই দশক ধরে তুরস্কে বসবাস করছেন। এরদোগানকে হটাতে ব্যর্থ অভুত্থানের সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ব্রুনসন অভিযোগ অস্বীকার করলেও আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ৩৫ বছর কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

এর আগে তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে ব্রুনসনের ভাগ্য জুড়ে দেন এরদোগান। গুলেনকে প্রত্যর্পণের বিনিময়ে ব্রুনসনকে ফিরিয়ে দিতে চান তিনি।

অভ্যুত্থানের নেপথ্যে গুলেনের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই ধর্মীয় নেতাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাচ্ছে তুরস্ক।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ কয়েক ডজন সিনেটর ব্রুনসনের মুক্তি দাবি করেছেন।

তথ্যসূত্র: রয়র্টাস।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি