
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গী গোষ্ঠি আইএস এর সামরিক কমান্ডার আবু ওমর আল-শিশানি নিহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এই তথ্য নিশ্চিত করে জানায়, গেলো ৪ মার্চ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শাহদাদি শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ওমর শিশানি মারাত্মক আহত হন এবং পরবর্তী সময়ে মারা যান। বিমান হামলায় তার বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়। শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি, তিনি জর্জিয়ার নাগরিক। গেল বছর যুক্তরাষ্ট্র শিশানির জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।