যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন-কানাডার শুল্ক আরোপ, আজ থেকেই কার্যকর
প্রকাশিত : ১৯:০২, ৪ মার্চ ২০২৫

চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা দিলো চীন ও কানাডা।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা।
এছাড়া চীনের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য অ্যাকশন অব্যাহত রাখে তাহলে দেশটি চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করবে।
‘যুক্তরাষ্ট্র যদি একটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোন যুদ্ধ অব্যাহত রাখার চেষ্টা করে তাহলে চীনের দিক থেকেও চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করা হবে’, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৪ মার্চ) তিনি এ কথা বলেছেন।
ওদিকে কানাডা আমেরিকার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। দেশটির গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ ধরনের যত তেল আমদানি করেছে তার ৬১ শতাংশ কানাডা থেকে এসেছে।
কানাডা জানিয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে তারাও ১০৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারেই শুল্ক আরোপ করতে যাচ্ছে। এর মধ্যে সাড়ে তিন বিলিয়ন কানাডিয়ান ডলারের কসমেটিকস ও বডি কেয়ার ছাড়াও ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের গৃহস্থালি সামগ্রী ছাড়াও জুস, বাদাম, ওয়াইন, বিয়ার ও কফির মতো পণ্যও আছে।
মেক্সিকোর দিক থেকেও একই ধরনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।
এসএস//
আরও পড়ুন