ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের শর্টস টিভিতে বাংলাদেশের ‘দাগ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৩৩, ১ নভেম্বর ২০১৭

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ প্রচারিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত টিভি চ্যানেল শর্টসটিভি নেটওয়ার্কে। বিষয়টি জানিয়েছেন নির্মাতা নিজেই।

আগামী ৩ নভেম্বর জসিম আহমেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রেই প্রিমিয়ার হবে।

মুক্তিযুদ্ধের পটভূমিতে সাজানো ‘দাগ’ চলতি বছরের মে মাসে অংশ নেয় কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের শর্টফিল্ম কর্নারে। সেখান থেকেই এর টেলিভিশন লাইসেন্সি পায় যুক্তরাজ্যভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল।

আগামী ডিসেম্বর ও ২০১৮ সালের জানুয়ারিতে ইউরোপের বিভিন্ন দেশে ছবিটি দেখানোর কথা চলছে বলে জানান নির্মাতা। এ ছবিতে মুখ্য তিনটি চরিত্রে অ‘ভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল। আবহসংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া।

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি