ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই রুশ যোদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দুই রুশ যোদ্ধা নিহত হয়েছেন। গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে হামলা চালিয়ে দুই রুশ যোদ্ধাকে হত্যা করে সিরিয়ায় যুদ্ধরত দেশটির বিমানবাহিনী।

সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তার জন্য ওই রুশ যোদ্ধাদের ভাড়া করে আনা হয়েছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফলাও করে ওই খবর প্রকাশ করলেও রাশিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। এ বিষয়ে এখনোই কোন মন্তব করতে নারাজ মস্কো।

যুক্তরাষ্ট্র বলছে, গত এক সপ্তাহের অভিযানে সিরিয়ায় অন্তত ১০০ যোদ্ধাকে হত্যা করতে সমর্থ হয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম রুশ যোদ্ধার খবর প্রকাশ করলেও ওয়াশিংটনের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস জোর দিয়ে বলেন, ‘রুশ যোদ্ধা হত্যার বিষয়টি আমার জানা নেই। আর এ বিষয়ে আমি দ্বিতীয় কোন মন্তব্য করতে পারবো না, আমাদের কেন্দ্রের নির্দেশ হলো, এ বিষয়ে কোন কথা নয়।’

তবে যুক্তরাষ্ট্রের সরকারের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, সিরিয়ার দেইর-আল-জাউর প্রদেশের কুরশাম শহরের নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর ঘাঁটিতে সিরিয় সরকার সমর্থিত বাহিনী বারবার আক্রমণ চালিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র তাদের ওপর বোমা হামলা শুরু করে। গত ৭ ফেব্রুয়ারির হামলায় শতাধিক আসাদ সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটন।

এদিকে ওই হামলার পরই সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলায় অন্তত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। ওই হামলার ঘটনাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে দেশটির গণমাধ্যম। বিপরীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয় সরকারের সমর্থিত বাহিনী আইএসের বিরুদ্ধে লড়াই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে ওই এলাকায় নিজেদের কোন কর্মী নেই বলে দাবি করছে দেশটি।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি