ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে আক্রান্ত কমলেও বেড়েছে মৃতের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১৯ জুলাই ২০২০

নিউইর্য়াকের হার্ট দ্বীপে করোনায় মৃতদের একটি গণকবর- রয়টার্স

নিউইর্য়াকের হার্ট দ্বীপে করোনায় মৃতদের একটি গণকবর- রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এক দিনের দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৭৪৯ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ৯২৭ জন। যুক্তরাষ্ট্রে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) এমনটি জানানো হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে দেশটিতে এ পর্যন্ত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় মৃত্যু ও সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় দ্বিতীয় ব্রাজিল। যুক্তরাষ্ট্র কখনও সংক্রমণে কখনও বা প্রাণহানিতে নিজেই নিজের রেকর্ড ভেঙেছে। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ৩৩ হাজার ৩১৪ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭০২ জনের। ফ্লোরিডায় সংক্রামণ এক লাফে ৩ লাখ ৩৭ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সেখানে ৪ হাজার ৮৯৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫০১ জন। যেখানে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮২ হাজার ৯৩৬ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৭৭৬ জনের। ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা প্রায় ১ লাখ ৬১ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ৭ হাজার ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ২৬৫ জন। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৭৩০ জন মানুষ। জর্জিয়ায় ১ লাখ ৩৯ হাজার ৮৭২ জন। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ১৬৮ জনের। ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ২৩৮ জন। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪১৯ জনের। এদিকে পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৭ হাজার ৭৯ জন মানুষ। 

উল্লেখ্য, একদিনে বিশ্বেও করোনায় শনাক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত ১ কোটি ৪৪ লাখের বেশি। করোনা মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৬ লাখ ৫ হাজার মানুষ। আর সুস্থ হয়েছেন ৮৬ লাখের বেশি মানুষ। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে মানবদেহে প্রথম এ ভাইরাসটি ধরা পড়ে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি