ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ মিলল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:১৭, ১৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন প্রসিকিউটররা ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রমাণ পাওয়ার দাবি করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, আদানির ভাতিজা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পাওয়া গেছে, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার সুস্পষ্ট প্রমাণ বহন করে।

গত মাসে মার্কিন আদালতে গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রুপের একজন নির্বাহীকে ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। এবার ব্রুকলিন আদালতের প্রসিকিউটররা জানালেন, এই অভিযোগের সমর্থনে প্রমাণ সংগ্রহ করেছেন তারা।

প্রসিকিউটরদের দাবি, সাগর আদানির মোবাইল ফোনে ঘুষের নোট বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার পরিকল্পনার প্রমাণ দেয়। তারা বলেন, মামলাটি শুধু ঘুষ লেনদেনের বিষয় নয়, বরং এটি মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ করা। নয়াদিল্লির সহযোগিতা ছাড়া এ কাজ করা সম্ভব নয়।

এর আগে, ব্রুকলিন আদালত সাগর আদানিকে গ্রেপ্তারে ওয়ারেন্ট জারি করে এবং ১৭ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয় এফবিআইকে। এ নির্দেশের একটি কপি ই-মেইলের মাধ্যমে গৌতম আদানিকে পাঠানো হলেও, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা এ বিষয়ে কোনো অনুরোধ পায়নি।

মার্কিন আদালতে অভিযোগ গঠনের পরেও গৌতম আদানি রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এক অনুষ্ঠানে অংশ নেন, যা ভারতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি