ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে আরও সাড়ে ৯শ’ মৃত্যু, সুস্থ অর্ধকোটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে নতুন করে সাড়ে ৯শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। একইসঙ্গে আরও অর্ধলক্ষাধিক করোনা রোগী চিহ্নিত হলেও সুস্থতা বেড়ে অর্ধকোটি ছাড়িয়েছে। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ হাজার ৬৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ লাখ ৩৩ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৫৭ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৭ হাজার ৭৩৮ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫০ লাখ ২৫ হাজার ১৯৩ জন রোগী।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৪৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪২৮ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লাখ ২৫ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৮৮৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ৭২ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩৬৩ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৭ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ২৯৪ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৫৯ জন। 

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২৩ হাজারের অধিক। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৪৩ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৫ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৮০ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি