ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে না ফেরার দেশে ১ লাখ ১১ হাজার মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ৬ জুন ২০২০

করোনায় লাশের স্তুপে পরিণত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিনের রেকর্ড আক্রান্তে যা সাড়ে ১৯ লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে ১১ লাখের বেশি মানুষের। 

এমন অবস্থায় প্রাণহানি ঠেকাতে আবারও ভ্যাকসিন নিয়ে সুখবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিরাপদ প্রমাণিত হলেই কেবল প্রয়োগ করা হবে। তবে, ততক্ষণে ভাইরাসটি আরও কত মানুষের প্রাণ কাড়ে তা-ই দেখার বিষয়। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার শিকার হয়েছেন ৪১ হাজার ৬৫৭ জন। এতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬৫ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ গেছে আরও ১ হাজার ২১৭ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১১ হাজার ৩৯০ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ সাড়ে ৩৮ হাজারের বেশি মানুষ। 

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ছুঁই ছুঁই। যেখানে ৩০ হাজার ৩৭২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৫ হাজার ১৬২ জন। এর মধ্যে ১২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।  

আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমণ সোয়া লাখ ও প্রাণহানি সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ২৬ হাজারের কাছাকাছি, মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৯৫ জনের। 

সংক্রমণ ১ লাখ আড়াই হাজার ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ২৩৫ জনের। করোনার সংক্রমণ প্রায় ৭৯ হাজার মানুষের দেহে মিলেছে পেনসিলভেনিয়ায়। প্রাণ গেছে সেখানে প্রায় ৬ হাজার মানুষের।

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি