ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে অন্তসত্ত্বা কৃষ্ণাঙ্গ নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে এক অন্তসত্ত্বা কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সময় শুক্রবার এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে পুলিশ। ফুটেজ প্রকাশ করলেও এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের নাম পরিচয় প্রকাশ করেনি। 

তবে পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত দুই কর্মকর্তা ওহিও পুলিশ বিভাগের।

ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট একটি গ্রোসারি শপের পার্কিং লটে গাড়ির ভেতরে থাকা  ২১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী ইয়াং তাকিয়াকে নামার নির্দেশ দেয় পুলিশ। এ সময় ওই নারী গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  

এতে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাঁচানো যায়নি তার গর্ভে থাকা শিশুটিকেও।

ইয়াং এর পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে, সামনের নভেম্বরে তার অনাগত কন্যার জন্ম দেওয়ার কথা ছিল। তিনি আরও দুই সন্তানের মা।

ভিডিও ফুটেজটি প্রকাশের পর বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। 

এই ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি