ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে বাড়ছে বর্ণবৈষম্য : জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩১, ২৪ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রে জাতিগত বৈষম্য বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, শার্লটসভিলে যে বর্ণবাদী সহিংসতার ঘটনা ঘটেছে, এতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্তাব্যক্তিদের উচিত নিঃশর্তভাবে বর্ণবাদী বক্তব্যের নিন্দা করা। আর এটা করা সম্ভব না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।

যুক্তরাষ্ট্রের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ‘দ্রুত সতর্কতা ও ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানিয়ে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপ (সিইআরডি) স্থানীয় সময় বুধবার এসব কথা বলে।

জাতিসংঘ প্যানেলের সভাপতি অ্যানাস্তাসিয়া ক্রিকলে বলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদী বিক্ষোভ বিপজ্জনক। কারণ, তারা বিভিন্ন স্লোগান, গানসহ নানাভাবে জাতিগত বৈষম্য ও ঘৃণার বিস্তার ঘটাচ্ছে। শ্বেতাঙ্গ বর্ণবাদীরা নব্য-নাৎসি হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, পুরো যুক্তরাষ্ট্রই এখন শার্লটসভিল বিরাজ করছে। সরকারের উচিত এ ধরনের বর্ণবাদী কার্যক্রম বিস্তারের মূল কারণ তুলে ধরা এবং এ নিয়ে বিস্তর তদন্ত করা।

চলতি মাসের শুরুতে ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা তাদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় শোভাযাত্রাসহ নানা কার্যক্রম শুরু করে। তাদের এই বর্ণবাদী আধিপত্যের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিরোধীরাও রাস্তায় নামে।

এ রকম পরিস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ অনেকে আহত হন। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকেই দোষারোপ করেন। শ্বেতাঙ্গ বর্ণবাদীদের আধিপত্যকে প্রতিহত না করায় ট্রাম্প সমালোচিত হন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি