ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে রেকর্ড সুস্থতার দিনেই সর্বোচ্চ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ভ্যাকসিন আসার খবরে কিছুটা স্বস্তিবোধ করলেও করোনায় প্রতিদিনের কয়েক হাজার প্রাণনাশ চরম ভোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যেখানে গত একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী করোনামুক্ত হলেও পৃথিবী ছাড়া হয়েছেন ২৩শ’ মানুষ। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার মার্কিনি।  

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার ৯০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জনে ঠেকেছে। 

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৭ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৬১০ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৮০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৬১ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ২৫৫ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৮৫ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৪৪০ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৩৪৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ছুঁই ছুঁই।  এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ২৯৭ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ১২ জনের। 

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি