যুক্তরাষ্ট্র জঙ্গিবাদ দমনে এক সাথে কাজ করার আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নিঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৪:৪৯, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ২৯ এপ্রিল ২০১৬
জঙ্গিবাদ দমনে গোয়েন্দা তথ্য বিনিময় ও সহযোগিতার কথা মৌখিকভাবে বললেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে আলাপে এ’তথ্য জানান তিনি। কলাবাগানের জোড়া খুনের ঘটনাকে ‘টার্গেট কিলিং’ উল্লেখ করে মন্ত্রী বলেন, নিত্যনতুন কৌশল প্রয়োগ করে তৎপরতা চালাচ্ছে দুর্বৃত্তরা।
রাজধানীর কলাবাগানে ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আগ্রহের কথা জানাতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট।
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়েও কথা বলেন তিনি। তবে, এ’সব বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রস্তাব এখনও বাংলাদেশকে দেয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ’সময় মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যার তদন্ত নিয়েও কথা বলেন তিনি।
জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে সব দেশের একযোগে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন